বিনোদন

গন্তব্য

এ সময়টাও এমনি করে কেটে যাবে।
এই যে তারাভরা ঘন নীল রাত,
থেমে থেমে নীরব দীর্ঘশ্বাস…
ঐ যে সকালের মেঘলা আকাশ…
হলদে পাতা ঝরা হীম বাতাস…
এই মুহুর্ত, এই আবহ আর কখনো আসবে না ফিরে।
আর ফিরবনা আমিও!
গন্তব্য অনিশ্চিত-অজানা।
কিন্তু এ যাত্রা কী সুন্দর বেদনাদায়ক!
অথবা, বলা উচিত এ যাত্রা
বিষন্নময় সুন্দর!
যে জীবন আমি হ্রিদয় দিয়ে দেখি,
চোখে তা কোথায় হারায়!
যে হাজারো কথা আমি
শুনি নিস্তব্ধতায়,
সে ভাষা কোন কথায়!
আমি শেষ বিকেলের সোনালী আলো
আর,
ভোরের প্রথম প্ররহরের
সোনা ঝরা প্রভাতে
আমার গন্তব্য খোজি।
এই বুঝি বেলা ফুরালো…
সময় হল যাবার।
গন্তব্য অজানা
কিন্তু পথটাতো চীরচেনা।

Masuma Rahman
London

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও দেখুন...

Close
Close