কমিউনিটি
সাংবাদিক মঞ্জুর উপর সন্ত্রাসী হামলাঃ লন্ডনে প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত

নতুনদিন ডেস্কঃ চ্যানেল এস‘র সিলেট ব্যুরো প্রধান মঈন উদ্দিন মঞ্জু উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে লন্ডনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার সাংবাদিক আ স ম মাসুম ও আহাদ চৌধুরী বাবুর উদ্যোগে লন্ডন বাংলা প্রেসক্লাবের কার্যালয়ে এই
প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী।
সভায় ব্যক্তব্য রাখেন নবাব উদ্দিন, নজরুল ইসলাম বাসন, ডা. জাকি রেজওয়ানা আনোয়ার, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, সৈয়দ আনাস পাশা, শামসুল আলম লিটন, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের ফাইন্যান্স ডিরেক্টর মনির আহমদ, আব্দুল মুনিম জাহেদী ক্যারল, মুহাম্মদ জুবায়ের, কামাল মেহেদী, মিসবাহ জামাল, বদরুজ্জামান বাবুল, সাঈম চৌধুরী, এমরান আহমেদ, আব্দুল কাইয়ূম, নাজমুল হোসেন, শাহ সুহেল, পলি রহমান, আলাউর রহমান শাহীন, ড. আনিসুর রহমান আনিস, হেফাজুল করিম রাকিব, ইব্রাহিম খলিল, আহাদ আহমেদ, আকরাম হোসেন, মোহাম্মদ খান, জি আর সোহেল, রেজাউল করিম মৃধা, হাসনাত খান, মাহবুব আলী খানসুর, আব্দুর রহিম রঞ্জু, এনামুল হক চৌধুরী, মারুফ হাসান প্রমুখ।

প্রতিবাদ সভায় পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলারর নিন্দা জানানো হয়। এছাড়া দোষীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
প্রতিবাদ সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে, ব্রিটেনে বাংলাদেশ হাই কমিশন, বাংলাদেশে ব্রিটেনের হাই কমিশন, সিলেট রেঞ্জের ডিআইজি এবং বাংলাদেশ ও ব্রিটেনের বিভিন্ন মানবাধিকার সংগঠনে চিঠি প্রদান করা হবে।
উল্লেখ্য, সাংবাদিক মঈন উদ্দিন মনজু ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি, সিলেট প্রেসক্লাবের সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক। সম্প্রতি সিলেট নগরীর আলীয়া মাদ্রাসা ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী মনজু’র উপর হামলা চালিয়ে তাকে আহত করে। পরে তিনি ওসমানী হাসপাতালে চিকিৎসা নেন। তিনি বাসায় বিশ্রামে রয়েছেন। এ ঘটনায় তিনি বাদি হয়ে ছাত্রলীগ নেতা হাবিবুল ইসলাম হাবিবকে প্রধান আসামী করে ৪-৫ জনের বিরুদ্ধে এসএমপি’র কোতয়ালী থানায় মামলা দায়ের করেছেন।



