প্রবাস
লীডসে বাঙালী সংস্কৃতির বর্ণাঢ্য উদযাপন: পূরবীর নতুন উদ্যোগের শুভ সূচনা

নতুনদিন প্রতিনিধিঃ সৈয়দ আনোয়ার রেজা,
উত্তর ইংল্যান্ডের লীডস শহরে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করছে পূরবী বাঙালী সাংস্কৃতিক গোষ্ঠি। ১৭ নভেম্বর, রবিবার বাংলাদেশ কমিউনিটি সেন্টারে আয়োজিত “এ সেলিব্রেশন অব ডাইভার্স আর্টিস্ট্রি” শীর্ষক বিশেষ আয়োজনের মাধ্যমে সংগঠনটি তাদের নতুন প্রকল্পের যাত্রা শুরু করে।
অনুষ্ঠানের সঞ্চালক ডা. শারমীন নিজামের সাবলীল উপস্থাপনার মাধ্যমে সন্ধ্যাকে প্রাণবন্ত করে তোলেন। উদ্বোধনী বক্তব্যে পূরবীর সভাপতি অমল পদ্দার বলেন, “আমাদের লক্ষ্য বাঙালি সংস্কৃতির শেকড় ধরে রেখে তা বহুজাতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করা। পূরবী স্থানীয় এবং আন্তর্জাতিক সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ।”
প্রথম পরিবেশনায় নৃত্যপরিকল্পক রুসিয়া ঊজমি দোলার তত্ত্বাবধানে স্থানীয় শিশুশিল্পীদের অনবদ্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। এরপর, বাংলাদেশি খ্যাতনামা নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদের শিষ্যা সুমাইয়া ইমাম সুচিতা, চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২ এর ওড়িশী নৃত্যশিল্পী তন্নি দাশ,কথক শিল্পী অর্জিতা দাস এবং সা-ইউকের জ্যোতি মানরালের একাধিক নৃত্য পরিবেশনা পুরো সন্ধ্যাকে আরও রঙিন করে তোলে।

সঙ্গীত পরিবেশনায় মুগ্ধ করেন উপশাস্ত্রীয় সংগীতশিল্পী সুমনা বসু, সেলিম ওয়াহিদ নিলয় এবং নবীন প্রতিভা রাফসান রিয়ানা কাজী।আবৃত্তি পরিবেশনায় ডা. শারমীন নিজাম ও নাজমুর নাহার খানের কণ্ঠে প্রাণের স্পর্শ অনুভব করেন উপস্থিত দর্শকরা।
পূরবীর সাধারণ সম্পাদক মুবাশশির হাসান বলেন, “এই প্রকল্পের উদ্দেশ্য হলো বহুসাংস্কৃতিক সমাজে বাঙালী সংস্কৃতির রঙিন ছোঁয়া ছড়িয়ে দেওয়া।” অর্থ সম্পাদক ড. সুজানা শফিদ তমা মন্তব্য করেন, “সাংস্কৃতিক গতিশীলতায় পূরবী অনন্য অবদান রেখে চলেছে। লীডস সিটি কাউন্সিলের সহযোগিতায় এই প্রকল্প সেই প্রচেষ্টারই প্রতিফলন”।

অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লীডস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মশফিক উদ্দিন, ডা. সৌরজিত বসু,শব্দ নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আবুল আবেদিন।
অনুষ্ঠানে অংশ নেওয়া দর্শকরা পূরবীর এই উদ্যোগকে লীডসে বাঙালী সংস্কৃতির বৈচিত্র্য এবং সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হিসেবে অভিহিত করেন। তারা বিশ্বাস করেন, এই ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বেশি মানুষকে সৃষ্টিশীলতার পথে অনুপ্রাণিত করবে।


