খেলাধুলা

লর্ডসে লন্ডন বাংলা প্রেসক্লাবের ঐতিহাসিক বিজয়

ক্যাপিটাল কিডস ক্রিকেট এর উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক নেতৃবৃন্দরা বলেন, শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে ক্রীড়া বিশেষ ভাবে সাহায্য করে। পাশাপাশি কমিউনিটি কাছাকাছি অবস্থান করতেও খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

গত ৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত টুর্নামেন্টের শুরুতে আয়োজকরা আরো বলেন, বৃটেনে আমাদের কমিউনিটিকে বিভিন্ন খেলাধূলার সাথে সম্পৃক্ত করতে কাজ করতে হবে।

লন্ডন ক্যানেরি ওয়ার্ফের ড. জাকির খানের পরিচালনায় বক্তব্য রাখেন, ক্যাপিটাল কিডস ক্রিকেট এর শহিদুল আলম রতন, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হক চৌধুরী, বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এর চেয়ারম্যান, ওয়ান টু ওয়ান এর চেয়ারম্যান প্রমুখ।

টুর্নামেন্টে লন্ডন বাংলা প্রেসক্লাব, বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এবং ওয়ান এন্ড ওয়ান অংশ গ্রহণ করে । এতে লন্ডন বাংলা প্রেসক্লাব চ্যাম্পিয়ন এবং ওয়ান এন্ড ওয়ান রানার্সআপ হয়।

লন্ডন বাংলা প্রেসক্লাবের পক্ষে খেলায় অংশগ্রহণ করেন টিম ক্যাপ্টেন ইমরান আহমদ, ইমদাদুল হক চৌধুরী, সালেহ আহমদ, মো আব্দুল কাইয়ুম, এমরান আহমদ, আব্দুল হান্নান, রেজাউল করিম মৃধা, আহাদ চৌধুরী বাবু, আনোয়ার শাহজাহান, সারোয়ার হোসেন।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Close