জাতীয়

আমি বিদায় নেওয়ার জন্য প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্বাধীন সরকারের নানা অর্জন তুলে ধরে বলেন, ‘আমি বিদায় নেওয়ার জন্য প্রস্তুত’।

আওয়ামী লীগের কাউন্সিলে নেতৃত্বে কোনো চমক থাকছে কী না এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতৃত্বে আছি। আমি চাই নতুন নেতৃত্ব আসুক’।

আজ বৃহস্পতিবার বিকেলে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেছেন, ‘বিরোধী দল আন্দোলনের অনেক হুমকি ধামকি দিচ্ছে। বিরোধী দল যদি শক্তিশালী হতো তাহলে অনেক কিছুই হতো’।
তিনি আরও বলেন, ‘আমি এ সফরে প্রবাসী বাংলাদেশিদের বলেছি, দেশে এক ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। সেখানে যাতে কিছু চাষবাস করা হয়’।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের অর্থনীতি যথেষ্ট সচল রাখতে সক্ষম হয়েছি। উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছি। আমাদের যথেষ্ট রিজার্ভ আছে। ৫ মাসের খাদ্য কেনার জন্য যথেষ্ট রিজার্ভ আমাদের আছে’।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ কখনো ঋণখেলাপি হয়নি। বড় অঙ্কের ঋণের প্রস্তাব আসলেই আমরা ঝাঁপিয়ে পড়ি না। যেটা আমার দেশের জন্য বেশি প্রয়োজনীয় আমরা সেটা গ্রহণ করি। আমরা এখন সেসব প্রকল্পই বাস্তবায়ন করছি যা আমাদের জন্য বেশি জরুরি’।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Close