খেলাধুলা

ষষ্ট মিশিগান বেঙ্গলস কাপ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ২৪ সেপ্টেম্বর রবিবার ‘মিশিগান বেঙ্গলস কাপ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসর জাঁকজমক ভাবে সম্পন্ন হয়েছে। এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মিশিগান কোবরা।

গতবারের রানার আপ এ বছর নান্দনিক ক্রিকেটের পসরা সাজিয়ে শিরোপা ঘরে তুলেছে দলটি। ফাইনালে ৪ বারের চ্যাম্পিয়ন মিশিগান টাইটানকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হয় মিশিগান কোবরা। মিশিগান অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশি-আমেরিকান ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষারত শিক্ষার্থীদের নিয়ে গড়া আটটি দল টুর্নামেন্টের এবারের আসরে অংশ নেয়। পেশাদার ও অপেশাদার ক্রিকেটারদের অংশগ্রহণে চার মাসব্যাপী এই আয়োজনকে ঘিরে মিশিগানের বাংলাদেশিদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ–উদ্দীপনা।

খেলা শেষে পুরষ্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী কাউসার খান, বিশেষ অতিথি ছিলেন মিশিগান ক্রিকেট এ্যাসোসিয়েশনের সভাপতি তাইফুর রহমান, মিশিগান বেঙ্গলস ক্লাবের প্রতিষ্ঠাতাদের অন্যতম সালাহউদ্দিন আজিজ, রসি মীর, ক্লাবের ক্রিকেট কমিটির ইননাস আল রাজি, রনি বিন হোসাইন, মারুফ কুতুব, শরফুজ্জামান পুলক, বিভিন্ন দলের অধিনায়ক ও খেলোয়ারবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন মিশিগানে বেঙ্গলসের সাইফ সিদ্দিকী।

অঙ্গরাজ্যের ডেট্রয়েট নগরীর জেইন ক্রিকেট মাঠে গত রবিবার স্থানীয় সময় দুপুরে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে কোবরার মুজাহিদের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে ২০ ওভারে ৫ উইকেটে স্কোরবোর্ডে জমা করে ১৩০ রান। টাইটানের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট পান তাইফুর রহমান। মারুফ ও শাহেদ নেন একটি করে উইকেট। জবাবে দুর্দান্ত টিম স্পিরিটের নান্দনিক প্রদর্শন দেখানো কোবরার বোলারদের বোলিং তোপে ২০ ওভারে ৯৭ রানে গুটিয়ে যায় মিশিগান টাইটানস। কোবরার মুজাহিদুল ৩.২ ওভারে মাত্র ১৭ রান খরচ করে তুলে নেন ৪ উইকেট। টাইটানের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন ওমর রহমান।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Close