বিনোদন

অন্তরদাহ

অন্তরদাহ

ফজলুল বারী বাবু

কি দোষ ছিলো একটু আশায় আমার মনের কষ্টগুলোইতো হয়েছিলো উধাও,

কেনো নিজেকে লাগে অপরাধী সামান্য চাওয়া আমায় করেছিলো বিহ্বল উম্মাদ,

আমিতো হেরেই হয়েছি নিঃস্ব, বিশ্ব শুধু দিয়েই নিয়েছে কেড়ে তারও অধিক যত!

বিধাতার কাছে দুহাত তুলেছি, তোমার কাছেতো পাওয়ার কিছু করিনি সঙ্কল্প কভু,

ভালবাসি ভুলের আঁচড়ে এঁকেছি শুদ্ধ ভেবেই কে জানতো ভুলটাই পাবো ফেরত

তুমি শুদ্ধের কাছে মিলিত মিলনের সুখ পেয়েছো খুঁজে, হায় প্রেমের হোলো কলঙ্ক!

নিঃশ্বাস ডেকে কয় সে উদ্ভ্রান্ত, হারিয়েছে আপন আলয় কেমন অগোছালো বিভ্রান্ত,

চোখের আলোয় নামছে আঁধার, ঝাপসা সামান্য সুখটুকু চলে যাচ্ছে দুর, দুর, বহুদুর

রাতের সেই সুর কেটেছে, লয়ের বিড়ম্বনা থির দাঁড়িয়ে রাঙায় চোখ নিরন্তর!

তুমি তোমার ইচ্ছে ভুবনে নতুনের খেলা খেলছো হবে বিজয়িনী যুক্তির আধারে,

দেখবে ঘন বরিষণে বলিষ্ঠ হাতের ছুটে আসা দৃশ্যমান ভুলেও পরবেনা পায়ের চিন্হ

চোখের অশ্রু তোমায় করেনি, করেনা, করবেনা কাবু একবিন্দু, ঘৃণায় জ্বালাবে আমায়!

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও দেখুন...

Close
Close