বিনোদন

যে চলে যায়…

যে চলে যায়…

মাসুমা রহমান

 

সে এসেছিল চলে যেতে!

আমার অন্তরটা ভেঙে চুরে

এক অন্যরকম কষ্টের সূরে,

জুরে দিতে!

সে সূরের তালে,

প্রতিনিয়ত দোলে আমার হৃদস্পন্দন।

 

তার চলে যাওয়াতে

আমার পৃথিবী থেমে যায় ঠিকই।

যে চলে যেতে চায়,

তাকে যে আটকে রাখা দায়!

 

আমার সেই থেমে যাওয়া মুহুর্তগুলো কুড়িয়ে নিয়ে

আমি গড়ে নিয়েছি

অন্য এক আপন আলোয়,

সেখানে নিত্যদিন তারই আনাগোনা…

বলি, আর কত তালা বেধে দিলে রোখা যাবে তার স্বরব

পদচারনা?!

 

সেই ধুসররঙা ভুবনে আমার একটি প্রদ্বিপ জ্বলে!

স্মৃতির সে প্রদ্বিপ দহনে

মনের গহীনে গভীর হয়ে ক্ষত,

ক্ষরন হয় অবিরত,

চারিদিকে আঁধার নেমে আসে ধীর পায়ে…

সেই গভীর আঁধার চিরে

চারিদিকে শুধু তারই ছায়া।

সে এসেছিল চলে যেতে,

আমার সবটুকু অস্তিত্ব জুরে

তার উপস্তিতি সপে যেতে।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও দেখুন...

Close
Close