টপনিউজবাংলাদেশবৃটেন

রমাদ্বানে বর্ণিল সেন্ট্রাল লন্ডন

মাহে রামাদ্বান উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে সেন্ট্রাল লন্ডন। আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এমন সাজসজ্জা করা হয়েছে। গত ৭ মার্চ বৃহস্পতিবার লন্ডনের মেয়র সাদিক খাঁন এই আলোকসজ্জা উৎসবের শুভ সূচনা করেন।

সেন্ট্রাল লন্ডনের লেস্টার স্কয়ারের সঙ্গে পিকাডিলির কভেন্ট্রি স্ট্রিটে এমন আলোকসজ্জা করা হয়েছে। সড়কে অর্ধচন্দ্রাকার চাঁদ তারা ও ফানুস দিয়ে করা হয়েছে আলোকসজ্জা। চাঁদের উপর লেখা হয়েছে ‘হ্যাপি রামাদান’।

রঙিন বাতির আলোয় জ্বলজ্বল করছে হ্যাপি রামাদান রেখা অর্ধচন্দ্রাকার চাঁদ। প্রায় ৩০ হাজার বাতির আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে গোটা এলাকা।

রমজান উপলক্ষে এমন উদ্যোগ প্রশংসনীয়। এতে করে ব্রিটেনের অন্যান্য ধর্মীয় বিশ্বাসের মানুষের কাছে রমজানের মহত্ত্ব পৌঁছে যাবে।

লন্ডনের মেয়র সাদিক খাঁন বলেন, এই দৃষ্টিনন্দন প্রদর্শন বিশ্বকে একটি স্পষ্ট বার্তা পাঠায় যে, লন্ডন সবার জন্য এবং আমরা আমাদের বৈচিত্র্য উদ্‌যাপন করি। ইতিহাসের প্রথম বারের মতো গতবছর লন্ডনে রামাদ্বান উপলক্ষে এমন আলোকসজ্জা করা হয়। দ্বিতীয়বারের মতো এই বছরও আলোকসজ্জা করা হয়েছে।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Close