বাংলাদেশ

বাংলাদেশকে ১.০৬ বিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমও ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন।

তাতে তিনি লিখেছেন, জাপান ও বাংলাদেশ চুক্তি বিনিময় করেছে যার আওতায় টোকিও ঢাকাকে বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে ১.০৬৩ বিলিয়ন ডলার দেবে। মোট ৪১৮ মিলিয়ন ডলার জাপান বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য উন্নয়ন নীতি ঋণ হিসেবে দেবে।

তিনি আরও লিখেছেন, ‘টোকিও জয়দেবপুর-ঈশ্বরদীকে ডুয়েল-গেজ ডাবল রেলপথে উন্নীত করার জন্য ৬৪১ মিলিয়ন ডলার এবং বৃত্তির জন্য আরও ৪.২ মিলিয়ন ডলার অনুদান দেবে।’

চার দিনের রাষ্ট্রীয় সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে জাপানে রয়েছেন। গত বুধবার (২৮ মে) বাংলাদেশ সময় সোয়া ১১টায় এবং জাপান সময় দুপুর সোয়া ২টায় তিনি জাপানে পৌঁছান।

আজ সকালে ড. মুহাম্মদ ইউনূস জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। এর আগে বিভিন্ন পর্যায়ে বৈঠক করেন তিনি।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও দেখুন...

Close
Close