বাংলাদেশ

মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাসে এনডিসি প্রতিনিধিদল

প্রেস বিজ্ঞপ্তি

বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২৫।

বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মেক্সিকো সরকারের আমন্ত্রণে দেশটি সফর করছে। মঙ্গলবার তারা মেক্সিকো বাংলাদেশ দূতাবাসে এক পরিচিতি অনুষ্ঠানে যোগ দেন।

দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং বাংলাদেশ-মেক্সিকো দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক তুলে ধরেন। এ সময় দূতাবাসের হেড অব চ্যান্সেরি আব্দুল্লাহ আল ফরহাদ বাংলাদেশ–মেক্সিকো দ্বিপাক্ষিক সম্পর্ক: পারস্পরিক উন্নয়নের অংশীদারিত্ব শীর্ষক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

প্রেজেন্টেশনে জানানো হয়, গত পাঁচ দশকে দুই দেশের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে অগ্রসর হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও এয়ার সার্ভিস চুক্তিসহ নানা ক্ষেত্রে সহযোগিতা বেড়েছে। ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশ থেকে মেক্সিকোতে রপ্তানি ৭১৬ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যা গত ছয় মাসে ৯০ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। লাতিন আমেরিকায় মেক্সিকো বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, “দূরত্ব থাকা সত্ত্বেও বাংলাদেশ ও মেক্সিকো একই মূল্যবোধে বিশ্বাসী।বন্ধুত্ব, সংহতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য যা আমাদের আরও কাছাকাছি নিয়ে আসে। এই সফর দুই দেশের পারস্পরিক বোঝাপড়া বাড়াবে এবং দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও মজবুত করবে।

তিনি আরও উল্লেখ করেন, প্রতিষ্ঠার পর থেকে এনডিসি জাতীয় নিরাপত্তা, কৌশল ও উন্নয়নের ক্ষেত্রে সামরিক ও বেসামরিক নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রিয়ার অ্যাডমিরাল এ কে এম জাকির হোসেন ও এয়ার ভাইস মার্শাল এম মুস্তাফিজুর রহমান। দলে বিভিন্ন পদমর্যাদার সামরিক কর্মকর্তা ছাড়াও সরকারের তিনজন যুগ্ম সচিব এবং একজন ডেপুটি ডিরেক্টর জেনারেল রয়েছেন।

এ সফরে ভারতের, জর্ডানের, কুয়েতের ও নাইজেরিয়ার কর্মকর্তারাও অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন লেফট্যানেন্ট কর্নেল সেবাস্টিয়ান ব্যারিগেট।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও দেখুন...

Close
Close