কমিউনিটি

সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি লন্ডন ও পিস হোমের ফাউন্ডার চেয়ারম্যান মিছবাহ জামাল আজ দেশে আসছেন

সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি লন্ডন ও পিস হোমের ফাউন্ডার চেয়ারম্যান,ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের কার্যকরি কমিটির সদস্য,লন্ডন কমিটির ভাইস চেয়ারম্যান,প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান সিলেট বিভাগীয় শাখার কার্যকরি কমিটির সদস্য মিছবাহ জামাল আজ শুক্রবার(৫ ডিসেম্বর) দেশে আসছেন।

দেশে অবস্থানকালে চলতি মাসে তিনি পিস হোমের বিভিন্ন কার্যক্রম ঢাকা ও সিলেটে করার আশাবাদ ব্যাক্ত করেছেন। এছাড়াও মিছবাহ জামাল ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এবং প্রবীণ হিতৈষী সংঘের কার্যক্রমের অগ্রগতি ও সংঘটন পরিচালিত হাসপাতাল পরিদর্শন করবেন।

লন্ডনে আর্তমানবতার সেবার প্রতিষ্ঠান সানরাইজ স্পেকট্রাম পিস হোম ( ওয়ার্কিং ফর হিউমানিটি) দেশে এবার বিভিন্ন কর্মসূচি নিয়েছে ও বিশেষভাবে সহযোগিতা প্রদান করছেন সানরাইজ স্পেকট্রাম রেডিও টিভি ও পিস হোমের চীফ পেট্রোন সাঈদুর রহমান রেনু জেপি ও পিস হোমের চেয়ারপার্সন কানেকটিং কমিউনিটি চেয়ার মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরী।

এখানে উল্লেখ্য,

নাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠিাতা জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার এ মালিকের আজ ২য় মৃত্যু বাযিকীতে গভীর শ্রদ্ধা জানান মিছবাহ জামাল সহ ইউকে কমিটির সদস্যরা।

মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Close