অন্যান্যশিক্ষাঙ্গন
ব্যারিস্টার কাওসার হোসেন কোরেশি নিপুর জামেয়া পরিদর্শন

গোলাপগঞ্জের জামেয়া ইসলামিয়া আইডিয়াল দাখিল মাদ্রাসা হেতিমগঞ্জ পরিদর্শন করেন প্রতিষ্ঠানটির সম্মানিত উপদেষ্টা, গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকে–এর সভাপতি ও সাবেক ছাত্রনেতা জনাব ব্যারিস্টার কাওসার হোসেন কোরেশি নিপু।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্যারিস্টার কোরেশি বলেন তোমরাই আমাদের ভবিষ্যতের আলোকবর্তিকা। মাদ্রাসা শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি ইলম, আদব, নৈতিকতা ও মানবতার বিদ্যালয়। এখানে তোমরা শুধু পাঠ্যপুস্তকই শেখো না, বরং জীবন গড়ার শক্ত ভিত্তি তৈরি করো। ইলম অর্জন একটি ইবাদত। তোমাদের প্রতিটি পড়া, প্রতিটি প্রচেষ্টা, প্রতিটি অনুশীলন আল্লাহর সন্তুষ্টির পথকে সহজ করে দেয়। তাই শিক্ষা গ্রহণে আন্তরিক হও, নিয়মিত হও এবং সততার সঙ্গে নিজের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাও
পরিদর্শনকালে তিনি—
• শিক্ষার মানোন্নয়ন বিষয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন,
• হিফজ বিভাগের শিক্ষার্থীদের খোঁজখবর নেন,
• বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পড়ালেখার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন,
• জামেয়ার ক্রয়কৃত নতুন জায়গা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে জামেয়ার আইডিয়াল ছাত্র সংসদ এর পক্ষ থেকে সম্মানিত অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা।



