শিক্ষাঙ্গন
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ওসমানীস্কুলের প্রধানশিক্ষক রেমি এমবিই এওয়ার্ডে ভূষিত

এস এ কাদির,
লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসে অবস্থিত ওসমানী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক রেমি ( Remi ) শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্প্রতি এমবিই এওয়ার্ডে ভূষিত হয়েছেন ।
She has been awarded an MBE in the 2026 UK New Year’s Honours for Services to education.
Remi said, “ I remind deeply proud of serve this community and fully focused on the work ahead, ensuring that every child at Osmani School continues to feel valued, supported and inspired to achieve their best and “ Reach for the Stars.”

আজ থেকে প্রায় ২০ বছর আগে রেমি ওসমানী প্রাইমারী স্কুলে হেড টিচার এর দায়িত্ব নেয়ার পর থেকে এই স্কুলের সর্বাঙ্গিন সাফল্য সাধিত হয়েছে । বিশেষ করে ছাত্র – ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়ন, নিয়মানুবর্তিতা এবং স্কুলের সমাপনী পরীক্ষায় (বিভিন্ন টেস্ট পরীক্ষায়) ছাত্র ছাত্রীরা ভালো রেজাল্ট করতেছে । দীর্ঘ বছর যাবত এই স্কুলে খুবই দক্ষতা ও আন্তরিকতার সাথে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে হেড টিচার রেমি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । ছাত্র – ছাত্রীদের বিদ্যালয়ে প্রায় শতভাগ উপস্থিতি নিশ্চিত করার জন্য তিনি বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের উৎসাহিত করেন । তন্মধ্যে উক্ত বিদ্যালয়ে- ব্রেকফাস্ট ক্লাব, আফটার স্কুল ক্লাব, হানডেড পারসেন্ট স্কুল অ্যাটেনডেনস এওয়ার্ড, হেড টিচার এওয়ার্ড, টেলেনট স্টুডেন্টস এওয়ার্ড এবং এ সব এওয়ার্ডের জন্য মনোনীত ছাত্র- ছাত্রীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা ভ্রমনের সুযোগ প্রদান করা হয় ।

এ জন্য শিক্ষার্থীরা আরো বেশি উৎসাহী হয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয় । ছাত্রছাত্রী, শিক্ষকমণ্ডলি এবং অভিভাবকদের সাথে সুসম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন এক্টিভেটিজের মাধ্যমে গেটটুগেদারের আয়োজন করা হয় । তন্মধ্যে- উইন্টার ফেয়ার ফেস্টিভ্যাল, সামার ফেয়ার, বিভিন্ন বিষয়ে ওয়ার্কশপ, কফি মর্নিং এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সেমিনার ও প্রয়োজনবোধে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় ।
বিদ্যালয়ের সার্বিক সাফল্যের জন্য স্কুলের সকল শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী, অভিভাবকগণ এবং স্কুলের গভর্নিং বডির সদস্যদের প্রতি প্রধান শিক্ষক রেমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সকলের সহযোগিতা কামনা করেছেন ।



